free web hit counter

Class 6 3rd Week Bangla Assignment Answer 2022 – ৬ষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান

Rate this post

Class 6 3rd Week Bangla Assignment Answer 2022 – ৬ষ্ঠ শ্রেণীর প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২. If you are a student of class 6 or relative of any student of class six then you may search for the answer of the 3rd week Bangla assignment of class 6. We are here to provide all upcoming weeks assignment answer respectively. So if you need this Class 6 3rd Week Bangla Assignment Answer 2022 then keep scrolling down to download your solution.

Class 6 3rd Week Bangla Assignment Answer 2022 – ৬ষ্ঠ শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান

Your Class 6 Bangla Assignment Syllabus has questions of various subjects, chapters and all other subjects. The most common topics in your assignments are chapter-based questions and answers. Other aspects of the assignment are Bangla grammar, letter or application writing, freehand writing and some other problem solving. You can also finish some other things in your assignment tasks.

You will be able to learn many important things if you are able to do your own tasks properly. In the form of this epidemic, there is no alternative to performance for students. The good news is that the authorities have released the results of the previous executive work after a thorough evaluation. However, if you encounter any problems while completing your assignment, our solution manuals are here to help you.

Class 6 3rd Week Bangla Assignment Answer 2022

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপান্তর করঃ

Download Class 6 3rd Week Bangla Assignment Answer 2022

Answer – উত্তরঃ

২০২২ সালের ৬ষ্ঠ শ্রেণি এসাইনমেন্ট ৩য় সপ্তাহের বাংলা উত্তর

ক) নিচে সাধু ও চলিত ভাষার পার্থক্য আলোচনা করা হলোঃ

সাধু ভাষা চলতি ভাষা
যে ভাষা রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদ পূর্ণরূপে বিদ্যমান থাকে তাকে সাধুভাষা বলে। যে ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ ছোট সন্ধি ও সমাস যুক্ত পদ প্রায় নেই বললে বলে তাকে চলিত ভাষা বলে।
তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। তদ্ভব ও দেশি – বিদেশি শব্দের ব্যবহার বেশি।
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার দীর্ঘায়িত রূপ ব্যবহার হয় । যেমন- করিতেছে, যাইতেছে , চলিতেছে (সমাপিকা ক্রিয়া) ইত্যাদি।

খাইয়া , ধরিয়া , যাইয়া (অসমাপিকা ক্রিয়া) ইত্যাদি।

সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপের ব্যবহার। যেমন করছে , চলছে , যাচ্ছে (সমাপিকা ক্রিয়া) ইত্যাদি।

খেয়ে , ধরে , যেয়ে (অসমাপিকা ক্রিয়া) ইত্যাদি।

সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়।

যেমনঃ তাহার , যাহার , ইহা , উহা ইত্যাদি।

সর্বমান পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়।

যেমনঃ তার , যার , এ , ও ইত্যাদি।

খ) “ সততার পুরস্কার ” গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর ।

১ । সাধুভাষা : তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল , তাহার কাছে গেলেন। চলিতভাষা : তারপর স্বগীয় দূত আগে যে টাকওয়ালা ছিল, তার কাছে গেলেন।
২ । সাধুভাষা : সেখানে গিয়ে আগের মতো একটি গাভি চাহিলেন ।চলিতভাষা : সেখানে গিয়ে আগের মত একটি গাভি চাইলেন।
৩। সাধুভাষা : সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিলনা ।চলিতভাষা : সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিলোনা।
৪। সাধুভাষা : তখন স্বর্গীয় দূত বলিলেন , আচ্ছা , যদি তুমি মিথ্যা বলিয়া থাক , তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন ।চলিতভাষাঃ তখন স্বর্গীয় দূত বললেন , যদি তুমি মিথ্যা বলে থাক , তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমন করবেন। 
৫। সাধুভাষা : তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধছিল, তাহার কাছে গিয়ে বলিলেন , আমি এক বিদেশি। চলিতভাষা : তারপর স্বর্গীয়দূত আগে যে অন্ধছিল, তার কাছে গিয়ে বললেন , আমি এক বিদেশি।
৬। সাধুভাষা : বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। চলিতভাষা : বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে।

৭। সাধুভাষা : ইহাতে তোমার ভাগ্য খুলিবে। চলিতভাষা : এতে তোমার ভাগ্য খুলবে ।
৮ । সাধুভাষা : যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন , আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি। চলিতভাষা : যিনি তোমার চোখ ভালো করে দিছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি।
৯। সাধুভাষা : আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি ।চলিতভাষা : আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।
১০। সাধুভাষা : আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন , আর তাহাদের উপর বেজার হইয়াছেন ।চলিতভাষা : আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, আর তাদের উপর বেজার হয়েছেন।

গ) লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলতি ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখানো হলোঃ-

সাধু ভাষা চলতি ভাষা
তাহার তার
তাহাকে তাকে
তাহাদের তাদের
কাহারো কারো
ইহার এর
ইহাতে এতে

ঘ) লিখিত দশটি বাক্য থেকে সাধুভাষা ও চলিতভাষার ক্রিয়ার পার্থক্য ছেকে দেখানো হলেঃ-

সাধু ভাষা চলতি ভাষা
চাহিলেন চাইলেন
বলিলেন বললেন
ফুরাইয়া ফুরিয়ে
দিয়াছেন দিছেন
খুলিবে খুলবে
হইয়াছেন হয়েছেন

Class 6/Six Bangla Assignment Answer 2022

The authorities of the Department of Secondary and Higher Secondary Education have devised the easiest process to download your class 6 Bangla assignment tasks. You can easily download the assignment syllabus by visiting the official website. You will find the Assignment Syllabus download link here on our website. You should follow the steps outlined below to download the subject of your assignment:

  • First, you need to go to the official official website at dshe.gov.bd.
  • In the next step, after visiting your official website, you need to click on the allocation link.
  • Now in this step, you will see a PDF file of the assignment subject you need to download.
  • After that, you need to click on the download button.
  • Finally, you will be able to download your Class 6 Bangla Assignment Syllabus in a few moments.

If you still not able to download or unable to get the solution of the assignment of class 6 then you may ask your issue via comment section. We will keep you in touch as soon as possible.