free web hit counter

Malaysia Visa Registration 2024 – BMET মালয়েশিয়া ভিসা নিবন্ধন ২০২৪

Rate this post

This article is about Malaysia Visa Registration 2024 – BMET মালয়েশিয়া ভিসা নিবন্ধন ২০২৪. If you want to get a Visa for Malaysia then you need to register on BMET database through Ami Probashi App. Today we are gonna teach you how you can make registration and how to register on BMET Database for Malaysia Visa through Ami Probashi App. BMET has announced that, everyone who wants to go to Malaysia needs to register on their database. The registration fee is 200 Taka. The process and details have given below. BMET Malaysia Visa Registration process. BMET Database Malaysia Registration by Ami Probashi app, Ami Probashi Malaysia Registration 2024. http://www.bmet.gov.bd Registration, Notice regarding registration in the BMET database of workers wishing to travel to Malaysia. BMET Database Registration Notice 2024.

Malaysia Visa Registration 2024 – BMET মালয়েশিয়া ভিসা নিবন্ধন ২০২৪

According to the Foreign Employment and Immigration Act, there is a provision to automatically select workers for foreign employment from the list of registered workers in the BMET database on the basis of random selection. Accordingly, employees wishing to travel to Malaysia has requested to include in the BMET database.

Malaysia Calling Visa 2024

Registration Fee

Regarding the registration procedure, the notification said that registration can do by appearing in person at all the District Employment and Manpower Offices (DEMOs) or designated Technical Training Centers (TTCs) under BMET. For each successful registration a government fee (non-refundable) of Tk .200 / – has to be paid. Contact the nearest District Employment and Manpower Office (DEMO) or TTC for details.

Malaysia Visa Registration 2022 - BMET মালয়েশিয়া ভিসা নিবন্ধন ২০২২

In addition, registration in the database can be done using the government-approved ‘Ami Prabasi’ app as an optional and additional channel. In this case, for successful registration, along with the official registration fee of 100 tk.

Age Limitations

According to BMET, the condition is that the age of the employee should be between 18-45 years. Registration number and its validity will be valid for 2 years from the date of registration. Those who have already registered to go abroad do not need to re-register. However, if you do not select the desired country and occupation at the time of registration can update.

Skilled workers will be given priority for overseas employment if they upload skills certificates obtained from the Technical Training Center (TTC) and the Institute of Marine Technology (IMT), or the institution.

BMET Registration Notice 2024

মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি:

Documents required: Malaysia Visa Registration 2024

Passport, passport size photo, own mobile number, email (if anyone have), proficiency certificate (if anyone have).

মালয়েশিয়ায় যেতে নিবন্ধনের আহ্বান

মালয়েশিয়ায় কর্মী হিসেবে গমনেচ্ছুদের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (১২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএমইটি জানায়, জেলা কর্মসংস্থান অফিস কিংবা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটির ডাটাবেজে নিবন্ধন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

How to register by Ami Probashi App?

নিবন্ধনের পদ্ধতি প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) বা টিটিসি’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া ডাটাবেজে নিবন্ধনের জন্য ঐচ্ছিক ও অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার অনুমোদিত ‘আমি প্রবাসী’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি ২০০ টাকার সঙ্গে অতিরিক্ত ‘আমি প্রবাসী’ অ্যাপের সার্ভিস চার্জ করসহ ১০০ টাকা পরিশোধ করতে হবে।

বয়সসীমা of Malaysia Visa Registration 2024

বিএমইটি জানায়, শর্ত হিসেবে কর্মীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকারিতা নিবন্ধনের তারিখ থেকে ২ বছর বহাল  থাকবে। ইতোমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), অথবা প্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতা সনদ আপলোড করলে দক্ষ কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন।

যেসব কাগজপত্র লাগবে: পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, ইমেইল (যদি থাকে), দক্ষতা সনদ (যদি থাকে)।