counter create hit

ছুটির জন্য দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম (স্কুল, কলেজ ও অফিস)

Rate this post

ছুটির জন্য দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম স্কুল\কলেজ\অফিসের. আমাদের পড়াশোনা বা চাকরি বিষয় যে কোন বিষয়ে দরখাস্ত লেখা অনিবার্য কারণ আপনি যদি চাকরি থেকে ছুটি নিতে চান তাহলে আপনাকে চাকরির ছুটির দরখাস্ত লিখতে হবে আবার স্কুলে যদি অধ্যানরত থাকেন স্কুল থেকে ছুটি নিতে হলেও আপনাকে স্কুলের ছুটির দরখাস্ত লেখা লাগবে। আমরা অনেকেই জানিনা যে কিভাবে ছুটির দরখাস্ত লিখতে হয় হয়তোবা সেটা চাকরি বা দরখাস্ত জীবনে একটা কিছু। তাই আমাদের আজকে আপনাদের মাঝে কিভাবে ছুটির দরখাস্ত বা আবেদন পত্র লিখতে হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং এর কিছু নমুনা নিচে দিব যাতে আপনি আপনার স্কুল কলেজ বা অফিসে ছুটির জন্য আবেদন করতে পারেন। ছুটির আবেদন পত্র লেখার নিয়ম, ছুটির জন্য দরখাস্ত লেখার নিয়ম, Chutir Jonno abedon, Chutir Jonno Application in Bangla, ছুটির দরখাস্ত লেখার নিয়ম ছবি, অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম.

দরখাস্ত বা ছুটির আবেদন হলো একটি আনুষ্ঠানিক চিঠি, যার মাধ্যমে কোনও ব্যক্তি তার অনুপস্থিতির জন্য পূর্বানুমতি বা ছুটি প্রার্থনা করেন। এটি সাধারণত স্কুল, কলেজ বা অফিসে কর্তৃপক্ষ বরাবর জমা দিতে হয়।

let's Jump to Paragraphs Show

ছুটির জন্য দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম (স্কুল, কলেজ ও অফিস)

স্কুল কলেজ অফিস বা যে কোন প্রতিষ্ঠানের ছুটির জন্য আবেদন পত্র আপনি কিভাবে লিখবেন এবং কি কি বিষয় তাতে উল্লেখ থাকবে তার কিছু নমুনা বা ছুটির আবেদন বা দরখাস্ত নিচে দেয়া হল-

  • স্কুলে বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
  • স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।
  • নৈমিত্তিক ছুটির জন্য আবেদন পত্র।
  • অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন।
  • অনুপস্থিতি কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন।

১. স্কুলে বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।

তারিখ ০১/০২/২০২৫ ইং

বরারব 

প্রধান শিক্ষক 

দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 

দুর্গাপুর, রাজশাহী

বিষয়: অগ্রীম ছুটির জন্য আদেদন।

জনাব, 

বিনীত নিবেদন এই  যে , আমি আপানার বিদ্যালয়ের নবম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। আগামী ০১/০১/২০২৫ আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে । বিয়ের আগে ও পরেপারিবারিক আনন্দ  বিনোদন এবং আনুষ্ঠনিকতার অংশগ্রহনের জন্য আগামী ০১/০১/২০২৫ থেকে ০৩/০১/২০২৫  জানুয়ারি পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।

নিবেদক

আপনার একন্ত আনুগত ছাত্র

নাম: মোঃ সাগর ইসলাম

রোল:০১

শ্রেনী: নবম

*স্কুলে বোনের বিবাহ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন ছবি

২. স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদনপত্র

তারিখ ০১/০১/২০২৫ ইং

বরারব 

প্রধান শিক্ষক 

দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 

দুর্গাপুর, রাজশাহী

বিষয়: অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব, 

বিনীত নিবেদন এই  যে , আমি আপানার বিদ্যালয়ের নবম শ্রেনীর একজন নিয়মিত ছাত্র। গত কয়েকদিন যাবৎ ০১/০১/২০২৫  হতে অসুস্থ থাকার কারনে বিদ্যালয়ে উপস্থিত  থাকতে পারিনি। তাই আগামী ০১/০১/২০২৫  থেকে ০৩/০১/২০২৫ পযন্ত মোট তিন দিনের আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট আমার আকুল প্রার্থনা এই যে , আমাকে উক্ত দিনগুলো ছুটি প্রদানে আপনার সুমর্জি কমনা করছি।

নিবেদক

আপনার একন্ত আনুগত ছাত্র

নাম: মোঃ সাগর ইসলাম

রোল:৭৭

শ্রেনী: নবম

*স্কুলে অসুস্থ বা অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন ছবি

৩. নৈমিত্তিক ছুটির জন্য আবেদনপত্র বা দরখাস্ত

তারিখ-০১/০১/২০২৫ ইং

বরাবর

ব্যবস্থাপক

জনতা ব্যাংক লিমিটেড 

দুর্গাপুর শাখা, রাজশাহী

বিষয়ঃ নৈমিত্তিক ছুটির আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ শফিকুল ইসলাম। আমি আপনার অধিনস্থ জনতা ব্যাংক লিঃ, দুর্গাপুর শাখা, রাজশাহী এ অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ০১/০১/২০২৫ খ্রিঃ তারিখ হতে আমার ছোট বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে। বিধায় ০১/০১/২০২৫ খ্রিঃ হতে ০৩/০১/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের নৈমিত্তিক ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

মোঃ শফিকুল ইসলাম (অফিসার)

জনতা ব্যাংক লিমিটেড

দুর্গাপুর শাখা, রাজশাহী

*নৈমিত্তিক ছুটির জন্য আবেদন ছবি

৪. অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন।

তারিখ-০১/০১/২০২৫ ইং

বরাবর

ব্যবস্থাপক

ইসলামী ব্যাংক লিমিটেড 

দুর্গাপুর শাখা, রাজশাহী

বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ শফিকুল ইসলাম। আমি আপনার অধিনস্থ ইসলামী ব্যাংক লিঃ, দুর্গাপুর শাখা, রাজশাহী এ অফিসার হিসেবে কর্মরত আছি। আজ অফিসে আসার পরে আমি আচমকা অসুস্থ হয়ে পড়ি। অনেক জ্বর, সর্দি এবং কাশি হচ্ছে একারণে ঠিকমতো বসে থাকা সম্ভব হচ্ছে না। বিধায় ০১/০১/২০২৫ খ্রিঃ হতে ০৩/০১/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের অগ্রিম ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

মোঃ শফিকুল ইসলাম (অফিসার)

ইসলামী ব্যাংক লিমিটেড

দুর্গাপুর শাখা, রাজশাহী

আরো পড়ুন: সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম

*অসুস্থতার কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন ছবি

৫. অনুপস্থিতি কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন/ছুটির জন্য দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম

তারিখ-০১/০১/২০২৫ ইং

বরাবর

ব্যবস্থাপক

সোনালী ব্যাংক লিমিটেড 

চারঘাট শাখা, রাজশাহী

বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে, আমি মোঃ আরিফুল ইসলাম। আমি আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, চারঘাট শাখা, রাজশাহী এ অফিসার হিসেবে কর্মরত আছি। আমার মা অসুস্থ থাকার কারণে আমাকে আমার দেশের বাড়ি যেতে হবে তাকে দেখতে তাই আগামী ০১/০১/২০২৫ খ্রিঃ হতে ০৩/০১/২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট তিন দিনের ছুটি একান্তই প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে তিন দিনের অগ্রিম ছুটি মুনজুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

মোঃ আরিফুল ইসলাম (অফিসার)

সোনালী ব্যাংক লিমিটেড

চারঘাট শাখা, রাজশাহী

*অনুপস্থিতি কারণে অফিস থেকে ছুটির জন্য আবেদন ছবি/ছুটির জন্য দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে ছুটির জন্য দরখাস্ত/আবেদন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের আর্টিকেলে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন।